ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সিলেটে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনে শপথ নিলেন রাজনৈতিক নেতারা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ২১:৫২, ৮ অক্টোবর ২০১৮

সিলেট বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও বিএনপি’র ২৩০ জন রাজনৈতিক নেতৃবৃন্দ ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের আলোকে একই মঞ্চে এসে শান্তিপূর্ণ ও অহিংস নির্বাচনের শপথ গ্রহণ করেছেন। 

সোমবার নগরীর পূর্ব দরগা গেটে অবস্থিত হোটেল স্টার প্যাসিফিকে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের আঞ্চলিক উদ্বোধন করা হয়েছে।

ইউএসএআইডি এবং ইউকেএইড এর যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের Strengthening Political Landscape (SPL) প্রকল্পের আওতায় ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। জাতীয় নির্বাচনের পূর্বে শান্তিপূর্ণ নির্বাচন ও সহনশীল রাজনীতির চর্চা বৃদ্ধিতে, ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনটি বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ জনগণকে সচেতন করবে ও তাঁদের অংশগ্রহণ করার সুযোগ তৈরি করবে।      

আজকের আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা (সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেট) থেকে আগত আওয়ামী লীগ ও বিএনপি’র নেতৃবৃন্দ রাজনৈতিক সহনশীলতা ও সম্প্রীতির সমর্থনে একসঙ্গে দাঁড়িয়ে সহিংসতার বিরুদ্ধে অঙ্গীকার করেছেন।  

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। তিনি বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে বলেন, আমাদেরকে মানুষের কাছে যেতে হবে।

বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাখায়াত হাসান জীবন বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্ত শান্তি । অতীতের বিষয়কে বাদ দিয়ে সামনের দিকে এগোতে হবে। একে অপরের সাথে কথা বলতে হবে। আলোচনা করতে হবে। তবেই শান্তি আসবে।’

সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে শান্তি আসবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে সরকার আনতে হবে, তবেই শান্তি আসবে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, মানুষের ওপর আস্থা রেখে বিরোধী দল যদি নির্বাচনে আসে তবে দেশে শান্তি বিরাজ করবে।

সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি আলী আহমদ বলেন, সিলেটে আগে যে সহনশীল রাজনীতির পরিবেশ ছিলো তা বর্তমানে যেনো বাঁধার সম্মুখীন। সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে তা আবার নিশ্চিত করতে হবে।  

এছাড়া সিলেটে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের এই আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আজমল বখত চৌধুরী সাদেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অপূর্ব কান্তি ধর, এ টি এম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ, এড. এনামুল হক সেলিম, সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপি।

এছাড়া  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ, সিলেট সুশীল সমাজের সদস্যবৃন্দ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো, সামাজিক-সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ।

‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল দেশের ১৬ কোটি মানুষের জন্য শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির পক্ষে একাত্ম হওয়ার মঞ্চ তৈরি করা। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিপুল সংখ্যক সাধারণ মানুষের মতবিনিময়ের সুযোগ তৈরি করার জন্য সারাদেশে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের আওতায় আয়োজিত হচ্ছে শান্তি –শোভাযাত্রা, নির্বাচনী প্রার্থীদের সাথে মুখোমুখি সংলাপ, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে গোলটেবিল বৈঠক ও কর্মশালা। সেই সাথে দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজে সাড়ম্বরে পালিত হচ্ছে ‘শান্তিতে বিজয়’ কর্মসূচি।

এই অনুষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং স্থানীয় নাগরিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ একত্রিত হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার স্বপক্ষে একসাথে কাজ করার জন্য তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতাদেরকে উদ্বুদ্ধ করছেন।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি